টাঙ্গাইলের ভূঞাপুরে অশ্লীল নৃত্য, যাত্রা ও ওরসের নামে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে আলেম সমাজ ও স্থানীয় মুসল্লীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দাসী টি রোডে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুসল্লীরা বিক্ষোভ করেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিভিন্ন স্থানে অশ্লীল গান-বাজনা শুরু হয়েছে। এসময় বিক্ষোভ অংশগ্রহণকারী বলেন-এভাবে অশ্লীল গান-বাজনা চলতে থাকলে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং যুবসমাজ ধ্বংসের দিকে দাপিত হবে।
যাত্রা ও ওরসের নামে গান-বাজনা বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অশ্লীল গান-বাজনা বন্ধ না হলে কঠোর আন্দোলন যাবেন বলেও জানান তারা।
ভূঞাপুর ইউএনও মোছা. পপি খাতুন বলেন- আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা থাকলে প্রশাসন এটি বন্ধ করে দিবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোন অনুমতি নেননি বলে জানান তিনি।
টিএইচ